ডেস্ক রিপোর্ট: মার্কিন ক্যাপিটল হিলের বাইরে নির্ঘুম রাত কাটিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদ সদস্য কোরি বুশ। শুক্রবার (৩০ জুলাই) রাতে এই প্রতিবাদে তার সঙ্গে ছিলেন কংগ্রেসে তার সহকর্মী ইলহান ওমর ও আয়ান্না প্রিসলি।রাজনীতিতে ক্যারিয়ার গড়ার আগে তাকে দুবার উচ্ছেদ করা হয়েছিল। তখন দুই সন্তানকে নিয়ে তিনি গাড়িতে বসবাস করেছেন। সেই অভিজ্ঞতার কথা মনে করেই উচ্ছেদের মুখে থাকা ৭০ লাখ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স ও এবিসি নিউজ এমন খবর দিয়েছে। মহামারির কারণে যে উচ্ছেদ স্থগিত করা হয়েছিল, সেই সময়সীমা শনিবার রাতে শেষ হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই স্থগিতাদেশ দিয়েছিল।গেল বছর মিসৌরি থেকে জয়ী হয়ে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদলীয় সদস্য হন কোরি বুশ। রাতে ক্যাপিটল হিলের বাইরের একটি ক্যাম্প চেয়ারে বসে ছিলেন তিনি। এ সময় তাকে সমর্থন দিয়েছেন ইলহান ওমর ও আয়ান্না প্রিসলি।শনিবার বিকেলের পরেও ক্যাপিটল হিলের বাইরে ছিলেন কোরি বুশ। এ সময়ে ইনস্টাগ্রামে তার অনুসারীদের এই দাবির পক্ষের সরব হতে আহ্বান জানিয়েছেন তিনি।কংগ্রেসের এই কৃষ্ণাঙ্গ সদস্য বলেন, যদি আজ মাঝরাতে কিছু না ঘটে, যদি প্রতিনিধি পরিষদ কিংবা সিনেট থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে ৭০ লাখ মানুষ উচ্ছেদের ঝুঁকিতে থাকবেন। আমি নিজের জন্যই এই প্রতিবাদে অংশ নিয়েছি।মহামারির কারণে ভাড়া দিতে না পারায় মানুষ উচ্ছেদের শিকার হওয়ার ঝুঁকিতে আছেন। অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ চাকরি হারিয়েছেন। জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র ও যেসব মানুষের কাছে তারা আশ্রয় নেবেন, তাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে উচ্ছেদ বন্ধে এগারো মাসের স্থগিতাদেশ দিয়েছিল সিডিসি।আগস্টের অবকাশে সাত দিনের জন্য প্রতিনিধি পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত উচ্ছেদ বন্ধের একটি প্রস্তাব আটক দিয়েছেন রিপাবলিকান দলের এক কংগ্রেস সদস্য। উচ্ছেদ বন্ধের আইনপ্রণয়নে ডেমোক্র্যাট দলের মধ্যেও অনীহা রয়েছে।কোরি বুশ বলেন, এটি কখনোয়ই স্বস্তিদায়ক খবর না যে আমি আরাম করে ঘরে বসে থাকলাম, আর ৭০ লাখ মানুষ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদের ঝুঁকিতে পড়বেন। আমরা বসে থাকব, আর তারা উচ্ছেদ হয়ে যাবেন, তা হতে পারে না।শুক্রবার রাতে সহকর্মীদের কাছে একটি আবেগময়ী চিঠি লিখেছেন তিনি। এতে উচ্ছেদের স্থগিতাদেশ বাড়ানোর আগ পর্যন্ত যাতে কংগ্রেসের আগস্টের অবকাশ ঘোষণা করা না হয়, সেই অনুরোধ করেন।কোরি বুশ বলেন, আমি নিজেই তিনবার উচ্ছেদের শিকার হয়েছি। দুই সন্তানসহ আমাকে গাড়িতে বসবাস করতে বাধ্য করা হয়েছিল। এখন আমি কংগ্রেসের সদস্য। যখন লাখ লাখ মানুষ একই অবস্থার শিকার হতে যাচ্ছেন, তখন আমি বসে থাকতে পারি না।