বাংলাদেশ থেকে রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ‘ডিনস্ অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর ইব্রাহীম হোসেন মন্ডল, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মির্জা হুমায়ুন কবীর রুবেল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারং বিভাগের ড. জাকের হোসেন। এছাড়া অনুষদভুক্ত পাঁচটি বিভাগের মোট ৩৩ জন শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’র সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বলেন, বিজ্ঞান, প্রকৌশল, ভূবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে গবেষণার পাশাপাশি কলা, বাণিজ্য, সামাজিক বিজ্ঞান বিষয়েও গবেষণা বাড়াতে হবে। আমাদের গবেষণা বরাদ্দের সীমাবদ্ধতা আছে কিন্তু ভালো গবেষণা করতে বরাদ্দের পাশাপাশি গবেষণায় আগ্রহ থাকতে হবে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গবেষকদের আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এ সময় পুরস্কারজয়ী শিক্ষক প্রফেসর মো. ইব্রাহীম হোসেন মন্ডল ও শিক্ষার্থী সোহিলী ফেরদৌস জুম অ্যাপস-এর মাধ্যমে সংযুক্ত হয়ে অনুভূতি ব্যক্ত করেন। করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ও হলসমূহ বন্ধ থাকায় অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা জুম অ্যাপস-এর মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর একরামুল হামিদের সভাপতিত্বে এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জাকিয়া জিনাত চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষদের প্রাক্তন অধিকর্তা প্রফেসর আবু বকর মো. ইসমাইল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, প্রকৌশল অনুষদভূক্ত বিষয়ের শিক্ষকদের ২০১৯ সালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের ইম্প্যাক্ট ফ্যাক্টরের ভিত্তিতে এবং স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতি বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তার বেশি সিজিপিএ অর্জনের স্বীকৃতিতে এই পুরস্কার প্রদান করা হয়।
রাবির প্রকৌশল অনুষদে ‘ডিনস্ অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান
0
Share.