রবিবার, নভেম্বর ২৪

রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ কমার পূর্বাভাস

0

ডেস্ক রিপোর্ট: মহামারি করোনার কারণে চলতি বছর রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ কমতে পারে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। তবে দেশের অর্থনীতি রক্ষার জন্য যেসব প্রণোদনা কার্যক্রম হাতে নেয়া হয়েছে, তাতে ৫ শতাংশের বেশি সংকুচিত হবে না দেশটির অর্থনীতি। এছাড়া, আগামী বছরই প্রবৃদ্ধির নিয়মিত ধারায় রাশিয়া ফিরতে পারবে বলেও আশা করা হচ্ছে। মহামারি এবং এর ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে ৭ হাজার ৭শ’ কোটি ডলারের প্রণোদনা প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। মহামারিতে বছরের দ্বিতীয় প্রান্তিকে সাড়ে ৮ শতাংশ সংকুচিত হয়েছে রুশ অর্থনীতি।দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি বছর সাড়ে ৪ থেকে সাড়ে ৫ শতাংশ কমবে দেশটির অর্থনীতি।

Share.