রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলায় দুটি সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় দুটি সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইলিউশিন ৭৬ পরিবহন বিমানে আগুন লেগেছে। স্থানীয় গভর্নর বলেছেন, এর আগে সামরিক বাহিনী হামলা প্রতিহত করছিল। তিনি একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে বড় অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে এবং একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। পসকভ ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারের (৩৭২ মাইল) চেয়েও বেশি দূরে এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি। ইউক্রেন সর্বশেষ এ হামলার সঙ্গে জড়িত বলে জানায়নি। তবে রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে ইউক্রেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলার জন্য বিস্ফোরক ড্রোনের ব্যবহার বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে যে তাদের বাহিনী মস্কোর সময় মধ্যরাতে কৃষ্ণ সাগরে একটি অভিযানে প্রায় ৫০ জন সৈন্য বহনকারী চারটি দ্রুতগামী ইউক্রেনের নৌকা ধ্বংস করেছে। ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ব্রায়ানস্কের দক্ষিণাঞ্চলে তিনটি ইউক্রেনীয় ড্রোন এবং একটি ওরিওলের মধ্যাঞ্চলে ভূপাতিত করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোর ভনুকোভো বিমানবন্দরের ওপরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পসকভের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় পসকভের বিমানবন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করছে। ভেদেরনিকভ, যিনি ঘটনাস্থলে ছিলেন, বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহত নেই। জরুরি পরিষেবার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি ইলিউশিন ৭৬ (আইএল-৭৬) বিমান দুটি আগুনে ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রিয়া পরে বলেছে, দুটি আইআই-৭৬ বিমানে আগুন লেগেছে। এর আগে মে মাসের শেষের দিকে ড্রোন দ্বারা পসকভ অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন গত সপ্তাহে কেন্দ্রীয় মস্কোতে একটি ড্রোন আঘাত হানার কয়েক ঘণ্টা পর বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। সেন্ট পিটার্সবার্গ শহরের কাছে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি ফ্ল্যাগশিপ রাশিয়ান দূরপাল্লার বোমারু বিমান ধ্বংস হওয়ার মাত্র কয়েকদিন পরে এটি ঘটে। যদিও ইউক্রেন বলেনি যে তারা সুনির্দিষ্ট ড্রোন হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকায় রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ একটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য প্রক্রিয়া।

Share.