ডেস্ক রিপোর্ট: রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ইউক্রেন। দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা বলেছেন। তবে ঠিক কবে এ হামলা শুরু হবে- এ নিয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেনি অলেক্সি দানিলোভ। তিনি বিবিসিকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দখলদার বাহিনীর কাছ থেকে ভূখণ্ড উদ্ধারে পাল্টা আক্রামণ আগামীকাল, পরশু অথবা এক সপ্তাহের মধ্যে শুরু হবে। অলেক্সি দানিলোভ সতর্ক করে বলেছেন, ‘ইউক্রেন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ভুল করার কোনো অধিকার নেই। কারণ, এটি ঐতিহাসিক সুযোগ যা আমরা হারাতে চাই না। সাক্ষাৎকারের সময় অলেক্সি নিশ্চিত করেছেন যে বাখমুত শহর থেকে কিছু ওয়াগনার বাহিনীর সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বাখমুতের যুদ্ধকে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে উল্লেখ করেছেন। এসময় ইউক্রেনের এ শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘তারা অঞ্চলটির তিনটি স্থান পুনরায় জড়ো হচ্ছে এবং এর মানে এই নয় যে তারা আমাদের বিরুদ্ধে আর লড়বে না।’ ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তখন ইউক্রেনের বিরুদ্ধে একের পর এক সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। গতকালও ইউক্রেনের দিনিপ্রোতে এক হাসপাতালে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও অনেকে বেড়েছে।
রাশিয়ার বিরুদ্ধে যেকোনো সময় পাল্টা আক্রমণ
0
Share.