রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত: জেলেনস্কি

0

ডেস্ক রিপোর্ট: চলমান সামরিক অভিযান নিরসনে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (রবিবার) স্বাধীন রুশ সাংবাদিকদের সঙ্গে ভিডিও কলে এ মন্তব্য করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে, ইউক্রেনে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি তৃতীয় পক্ষ দ্বারা নিশ্চিত হতে হবে। দরকার হলে একটি গণভোটের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন,‘নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের অ-পরমাণু অবস্থা। আমরা এটির জন্য যেতে প্রস্তুত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর রুশ সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে ওই সাক্ষাৎকার প্রকাশ করতে নিষেধ করেছে। এ ছাড়াও, বিষয়টি নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সংস্থাটি।আজ (সোমবার) ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে পুনরায় সংলাপ তুরস্কে অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছে বিবিসি।

 

Share.