ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সামরিক লক্ষ্য শুধু পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল ঘিরেই নয়, এখন তা এই অঞ্চলের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, রাশিয়ান বাহিনী দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণ করছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিতে প্রকাশিত এক সাক্ষাত্কারে ল্যাভরভ বলেন, যখন রাশিয়া এবং ইউক্রেন শত্রুতা শেষ করার জন্য একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছিল, তখন ইউক্রেনের প্রস্তাব গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুতি ২০২২ সালের মার্চের ভূগোলের ওপর ভিত্তি করে ছিল। কিন্তু ভূগোল এখন ভিন্ন। এটি শুধু দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিএনআর) এবং লুহানস্ক পিপলস রিপাবলিকস (এলএনআর)-এর ক্ষেত্রেই নয়, সকল ক্ষেত্রে। তিনি আরো বলেন, খেরসন অঞ্চল, জাপোরিঝিয়া অঞ্চল এবং অন্য অঞ্চলগুলোতেও এই প্রক্রিয়াটি অব্যাহত, ধারাবাহিক এবং অবিরামভাবে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মস্কো তার প্রতিবেশী অঞ্চলে আনুষ্ঠানিকভাবে সংযুক্তিকরণের প্রস্তুতি নিচ্ছে বলে তার মন্তব্য এসেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া কূটনীতি প্রত্যাখ্যান করেছে। তারা রক্ত চায়, আলোচনা নয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ইতিমধ্যে রাশিয়াকে জ্বালানি নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ‘ব্ল্যাকমেল’ করার জন্য অভিযুক্ত করেছেন। কারণ শীতকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়া সরবরাহ বন্ধ করে ব্লকে গ্যাসের চাহিদা কমানোর একটি পরিকল্পনার কথা উন্মোচন করেছিলেন তিনি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এর আগে রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন বন্ধ থাকা পাইপলাইনের মাধ্যমে ইউরোপে পাঠানো গ্যাস সরবরাহ প্রকল্প নর্ড স্ট্রিম-১ আরো বন্ধ থাকার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছিলেন।
রাশিয়ার সামরিক লক্ষ্য শুধু দনবাসকেন্দ্রিক নয়: সের্গেই ল্যাভরভ
0
Share.