রাশিয়ার হামলায় ইউক্রেনের ৫৩ ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত :  ইউনেস্কো

0

ডেস্ক রিপোর্ট:  জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে এখন পর্যন্ত ৫৩টি ঐতিহাসিক সাংস্কৃতিক দর্শনীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২ এপ্রিল) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে রয়েছে- ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ। ক্ষতিগ্রস্ত এসব ঐতিহাসিক স্থানের বেশ কয়েকটি ইউক্রেনের দুটি বৃহত্তম শহর- কিয়েভ এবং খারকিভে অবস্থিত। এছাড়াও দেশটির অন্যতম প্রাচীনতম শহর চেরনিহিভেও রয়েছে কিছু।

Share.