ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ককে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গণভোটের আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন স্বঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান লিওনিদ পাসেচনিক। গতকাল রবিবার তিনি বলেন,‘আমি মনে করি, অচিরেই এই প্রজাতন্ত্রে একটি গণভোট অনুষ্ঠান করা হবে। তাতে রাশিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে লুহানস্কের মানুষ চূড়ান্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তাদের মত প্রকাশ করবেন।’ গণভোট আয়োজনের সিদ্ধান্তের কড়া সমালোচনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির মতে, অধিকৃত ইউক্রেন ভূখন্ডে এমন গণভোটের কোনও আইনি ভিত্তি নেই। তাছাড়া, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং রাশিয়া বিশ্ব থেকে আরও বেশি বিচ্ছিন্ন হবে। গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাক্ষর করেছিল পুতিন। পরে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। সেসময়ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আর ভোটে অধিকাংশ মানুষ রাশিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে মত দেয়। সেসময়ও ইউক্রেনের পক্ষ থেকে গণভোটকে অবৈধ বলা হয়েছিল এবং ক্রিমিয়াকে নিজেদের অংশ বলে দাবি করেছিল। যদিও তাদের দাবিতে কর্ণপাত করেনি রাশিয়া।
রাশিয়ায় অন্তর্ভুক্তির বিষয়ে ‘গণভোট’ হতে পারে লুহানস্কে
0
Share.