ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সাখালিন দ্বীপে একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকে গ্যাস বিস্ফোরণে অন্তত নয়জন মারা গেছেন। শনিবার আঞ্চলিক গভর্নর ভ্যালেরি লিমারেনকোর বরাত দিয়ে এ তথ্যটি নিশ্চিত করেছে রুশ বার্তাসংস্থা আরটি। আরটির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ছোট শহর টাইমোভস্কয়েতে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে লিমারেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ৩৩ জন বাসিন্দা ছিল, যাদের মধ্যে দুজন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তাস নিউজ এজেন্সি জানিয়েছে, নয়জন আহত হয়েছেন। জরুরী পরিষেবাগুলিকে উদ্ধৃত করে তাস বলেছে, ভবনটিতে কেন্দ্রীয় গ্যাস হিটিং ব্যবস্থা ছিল না এবং একটি ত্রুটিপূর্ণ গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।
রাশিয়ায় রাশিয়ার সাখালিন দ্বীপে পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকে গ্যাস বিস্ফোরণে নিহত-৯
0
Share.