রাশিয়া-ইউক্রেনের মধ্যে প্রায় ৩০০ বন্দি বিনিময়

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময় হয়েছে। গত সাত মাসের মধ্যে এবারই প্রথমবার প্রায় ৩০০ জন বন্দি বিনিময় হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বন্দি বিনিময়ের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোর নাগরিকরাও রয়েছেন। এদের মধ্যে অনেককে আটকের পর ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ইউক্রেনের ২১৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। এদের মধ্যে পাঁচজন কমাণ্ডার রয়েছে। তারা ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর মারিউপোলে নেতৃত্ব দিয়েছিলেন। বিপরীতে ইউক্রেন ৫৫ রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে। তিনি একটি নিষিদ্ধ রুশপন্থি দলের নেতা, যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন। সৌদি আরব ও তুরস্কের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে বন্দি বিনিময় হয়। এর জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Share.