ঢাকা অফিস: কোন প্রক্রিয়ায় টেন্ডার কিং গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের ছয় মাস জামিন দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের অনুপস্থিতিতে জিকে শামীমের জামিন হয়ে যাওয়া দুঃখজনক। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডুয়িং বিজনেস শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়টি জানতেন না। এ ছাড়া সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খানও জানিয়েছেন, তিনিও জানতেন না। অস্ত্র আইনের ধারা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় আসামির জামিনের ক্ষেত্রে উভয়পক্ষের আইনজীবীদের শুনানিতে উপস্থিত থাকতে হবে। এটি আইনেই আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ যদি উপস্থিত না থাকে, তা হলে কোন প্রক্রিয়ায় জিকে শামীমের জামিন হলো তা খতিয়ে দেখব। এভাবে জামিন সত্যি দুঃখজনক। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আদালতে যদি রাষ্ট্রপক্ষ উপস্থিত থাকে, তা হলে কেন তারা বিরোধিতা করেনি সেটিও খতিয়ে দেখা হবে। এটি রাষ্ট্রপক্ষের ব্যর্থতা কিনা তা তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, অস্ত্র মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীমকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এ আদেশ স্থগিতে আজ রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ বাতিল করেন।