বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মুখ্য সচিবের সাক্ষাৎ

0

ঢাকা অফিস: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ী মুখ্য সচিব মো. নজিবুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি বিদায়ী মুখ্য সচিবকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।’মুখ্য সচিব হিসেবে নজিবুর রহমানের অসাধারণ যোগ্যতা ও কর্মদক্ষতার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘দায়িত্ব পালনে তার (নজিবুর) আন্তরিকতা ও আত্মনিবেদন অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’ আবদুল হামিদ মুখ্য সচিবের সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। বিদায়ী মুখ্য সচিব তার দায়িত্ব পালনে সহায়তার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির দফতরের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

Share.