ঢাকা অফিস: সেশনজট নিরসনসহ ৪ দফা দাবী আদায়ে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। অবশেষে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। শনিবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সি এন্ড বি রোডের ১নং পুলের উপর সড়ক অবরোধ করে বরিশালের সকল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা সেশন জটের শিকার হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ফি আদায় করছে। এ সব কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীদের দাবি সমূহ:
১। সেশনজট নিরসন করা।
২। প্রথম, তৃতীয়,পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহণ।
৩। অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা। এবং
৪। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।
এসব দাবী না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা
0
Share.