রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক গাড়ি চালক নিহত

0

ঢাকা অফিস: যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মোঃ সজিবুর রহমান(২৫)নামে এক গাড়ি চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি)রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া তিনটার দিকে ঘোষণা করেন। নিহতে বাবা শাহ মোঃ আলম জানান,আমার ছেলে রাইদা গাড়ির গাড়িচালক ছিল,কাজ কাজ শেষ করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর গোপীবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক আমার ছেলেকে ধাক্কা দেয়,এতে পড়ে গেলে পায়ের উপর দিয়ে চাকা পিষ্ট হয়ে গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান,আমাদের বাসা যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়াটারের পিছনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছ।

Share.