ঢাকা অফিস: রিমান্ডে নেয়ার পরদিনই সব মামলায় জামিন পেলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার জিহাদুর রহমানের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। ৬ মামলার মধ্যে ২টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলাসহ আরও মামলা রয়েছে। বিকালে তাকে সিএমএম আদালতে তোলা হয়। অসুস্থতাজনিত কারণে, তার বিরুদ্ধে থাকা ৬টি মামলায় জামিন দেন বিচারক। এই প্রথম শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীর জামিন হলো। এর আগে সোমবার বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে সাবের হোসেন চৌধুরীর জামিন হওয়ায় আদালতের সামনে ক্ষোভ জানান বিএনপিপন্থি আইনজীবীরা।
রিমান্ডে নেয়ার পরদিনই ৬টি মামলায় জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী
0
Share.