বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন শেখ হাসিনা

0

ঢাকা অফিস: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নিহতদের প্রতি শোক জানিয়েছে আওয়ামী লীগ। সেইসাথে দলটির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি। বিএনপি সহায়তার নামে ফটো সেশন করে‌। মানবিক কোন কাজ করে না। বিএনপির সাথে নীতিগত অনেক পার্থক্য রয়েছে আওয়ামী লীগের।

Share.