স্পোর্টস ডেস্ক: ভিসেন্তে বোলুদা একজন ভ্যালেন্সিয়ার ব্যবসায়ী। তিনি ১৯৯৮ সাল থেকে রিয়াল মাদ্রিদের সদস্য। মাঝে ২০০৯ সালে একবার রিয়ালের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। এরপর রিয়ালের সভাপতি হন ফ্লোরেন্তিনো পেরেজ। গেল এক দশক ধরে তিনি রিয়ালের সভাপতি পদে আছেন। এবার তাকে হটিয়ে দিতে চান বোলুদা। ২০২০ সালে হতে যাওয়া নির্বাচনে তিনি পেরেজের বিপক্ষে লড়বেন। মঙ্গলবার লস ব্লাঙ্কোসে ভ্যালেন্সিয়ার ব্যবসায়ীদের এক মধ্যাহ্ন ভোজে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেখানে বোলুদা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে বর্তমানে একজন সভাপতি আছেন। যিনি খুবই ভালো করছেন। তবে আগামী বছর আবার নির্বাচন হবে। আমি সেখানে প্রার্থী হতে চাই। নির্বাচনে দুইজন প্রার্থী হতে হয়। তার মধ্যে একজন হতে হয় ভিন্ন। আমি সেই ভিন্ন ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করব নির্বাচনে।’
রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চান বোলুদা
0
Share.