স্পোর্টস ডেস্ক: অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন জিনেদিন জিদান। চলমান মৌসুমে দল খুব একটা ভালো খেলতে পারছে না বলে সেই আলোচনা আরো জোরাল হয়েছে। ইএসপিএনের খবরে জানা গেছে, ক্লাবের সঙ্গেও নাকি জিদানের খুব একটা বনিবনা হচ্ছে না। সে কারণেই নাকি তিনি ক্লাব ছাড়তে চান। ২০১৯ সালে দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফেরেন জিদান। আগের মতো দল আর খুব একটা সাফল্য পাচ্ছে না। তা ছাড়া দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে পাড়ি দিয়েছেন জুভেন্টাসে। আগের সাফল্যের মূল কাণ্ডারি ছিলেন এই পর্তুগিজ তারকা। গত মৌসুমে লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পায়নি রিয়াল। এবারের লা লিগায় ১১ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ চার নম্বরে রয়েছে। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘বি’-এর ম্যাচে রিয়াল জিতেছে ২-০ গোলে। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েও পরের পর্বে খেলতে রিয়ালকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। দল ছাড়া প্রসঙ্গে জিদান বলেন, ‘আমি কখনোই মাদ্রিদের অ্যালেক্স ফার্গুসন হতে পারব না। জানি না, কত দিন ক্লাবে আছি, তা নিয়ে ভাবিও না। তবে আমি ভাগ্যবান, এই ক্লাবে আসতে পেরে। কঠিন সময়েও আমি খুশি থাকতে পেরেছি। মাদ্রিদে আমি অনেক দিন আছি, আরো কিছু দিন থাকতে চাই।’ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডে ২৬ বছর কাটিয়েছেন। জিদান এখন পর্যন্ত দুই ধাপে চার বছর বার্নাব্যুতে আছেন।
রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন জিদান
0
Share.