রুশ মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

0

ডেস্ক রিপোর্ট: দুই সপ্তাহের সংঘাতের পর নাগোর্নো-কারাবাখ নিয়ে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলো আজারবাইজান ও আর্মেনিয়া।শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। রাশিয়ার রাজধানী মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ১০ ঘণ্টা সংলাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।  রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের মধ্যস্থতায় সংলাপে বসেন আর্মেনীয় পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান ও আজারি পররাষ্ট্রমন্ত্রী জিহুন বাইরামোভ। সমস্যা সমাধানে শিগগিরই বাস্তবমুখী আলোচনা শুরু করবে দুই পক্ষ। মধ্যস্থতায় থাকতে পারে মিনস্ক গ্রুপ। নাগোর্নো-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড স্বীকৃত হলেও নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনীয়রা। এ নিয়ে ১৯৯৪ সালে যুদ্ধে আজারবাইজানের বেশকিছু এলাকা দখল করে নেয় আর্মেনিয়া। পুনরুদ্ধার চেষ্টা অব্যাহত রাখলেও ২০১৬ সালে সংঘাত ছাড়া তেমন রক্তপাত হয়নি। এবার দুই সপ্তাহের যুদ্ধে প্রায় সাড়ে ৩০০ যোদ্ধা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Share.