সোমবার, জানুয়ারী ২০

রুশ হামলায় প্রতিদিন ইউক্রেনের ৬০ থেকে ১০০ সেনা নিহত: জেলেনস্কি

0

ডেস্ক রিপোর্ট: রুশ সেনাদের হামলায় প্রতিদিন ৬০ থেকে ১০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া, নিহতের পাশাপাশি প্রতিদিন আরও ৫০০ সেনা আহত হচ্ছে। বুধবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দেশটির টেলিভিশন চ্যানেল নিউজম্যাক্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দনেস্ক এবং লুহানঙ্কের পরিস্থিতি সবচেয়ে মারাত্মক।’ ‘‘বর্তমানে পরিস্থিতি খুবই কঠিন। প্রতিদিন আমরা ৬০ থেকে ১০০ সেনা হারাচ্ছি। আর ৫০০ সেনা আহত হচ্ছে।’’ তিনি আরও বলেন, নিজেদের ভূমি রক্ষা করতে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র চেয়েছে, রাশিয়ান ভূমিতে হামলা করতে নয়। রাশিয়ায় কি ঘটছে সে ব্যাপারে আমরা আগ্রহী নই। আমরা শুধু আমাদের ভূমি ইউক্রেনে কি ঘটছে তাতে আগ্রহী।

 

Share.