রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

0

ঢাকা অফিস: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।ডা. রফিকুল ইসলাম জানান, রিজভীর জ্বর কমেনি। থেমে থেমে জ্বর আসছে। তাঁর ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও রয়েছে। এ ছাড়া তিনি খাবারও খেতে পারছেন না।রিজভীর আশু রোগমুক্তি কামনায় তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার নমুনা পরীক্ষার রিপোর্টে রুহুল কবির রিজভীর করোনা পজিটিভ আসে। পরে গত বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যেরা তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

Share.