মঙ্গলবার, ডিসেম্বর ২৪

রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত- ১

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো: মিলন (২৫)নামের এক নিহত হয়েছে। মঙ্গলবার(১২ ডিসেম্বর)সকালে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের চাচাতো ভাই শরীফ জানান,আমরা জানতে পেরেছি দুই প্রাইভেট কারে সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।পথচারীরা উদ্ধার করে মিলনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,নিহত মিলনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পশ্চিম কালদি গ্রামের মোঃ আহসান উল্লাহ সন্তান।নিহত প্রাইভেট কার চালক ছিলেন। নিহত দুই ভাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.