বিনোদন ডেস্ক : এ যেন খানিকটা পূর্ব নির্ধারিতই ছিল। স্রেফ হাতে কলমে প্রমাণ হওয়া যতটুকু বাকি ছিল। এবার সেটাও হয়ে গেল। কথা হচ্ছে ‘স্পাইডার ম্যান’ নিয়ে। গত ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে হলিউডের সিনেমা ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির প্রথম দিন থেকেই চুরমার করে ভাঙতে শুরু করেছে বলিউডের বক্স অফিসের রেকর্ড। হাসতে হাসতে হেলায় ভেঙে দিয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’র রেকর্ডও। প্রথম দিনেই টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এর বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লাখ টাকা। সেখানে অক্ষয় কুমারের সূর্যবংশীর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ২৬ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ তফাৎটা প্রায় ৬ কোটি ৩৮ লাখের! ২০১৯ সালের পর ভারতে হলিউডের কোনো ছবি মুক্তির প্রথম দিনে এরকম কামাল দেখতে পারেনি। পারেনি সমবেত দর্শকদের এমন ভালোবাসা ও আগ্রহের কেন্দ্রবিন্দু হতে। ২০১৯ সালে এমন বক্স অফিস কাঁপানো রেকর্ড তৈরি করতে সফল হয়েছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি। মার্ভেল স্টুডিওজ এবং সোনি পিকচার্স-এর প্রযোজনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় দর্শকদের সামনে হাজির হয়েছেন অ্যালফ্রেড মোলিনা, উইলিয়াম ডিফো এবং জেমি ফক্স।
রেকর্ড গড়ল ‘স্পাইডার ম্যান’
0
Share.