বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। তবে সিনেমাটির দুটি গানের শুটিং দিয়ে জটিলতা বেঁধেছিল। একাধিকবার শিডিউল নিয়েও মালদ্বীপে গানের শুটিং করতে পারেননি পরিচালক। আর তা নিয়ে একাধিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। জানা যায়, মালদ্বীপে নয়, দেশেই ‘নবাব এলএলবি’র গানের শুটিং হবে। সেদিন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল, দেশের বেশ কয়েকটি লোকেশনে গানটির শুটিংয়ের ভাবনা থাকলেও সিলেটের একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণের সম্ভাবনা বেশি। সেজন্য ৯ ও ১০ ডিসেম্বর পরিচালক শাকিব খান ও মাহির শিডিউল নিয়েছিলেন পরিচালক। পরে অবশ্য জানা গিয়েছিল, ঢাকায় শুট হবে।
রেডিসন ব্লুতে চলছে শাকিব-মাহির রোমান্স!
0
Share.