বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

রেলের টিকিট কালোবাজারির দায়ে চার জনের কারাদণ্ড

0

ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ সাজা দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান এ সাজা দেন। র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শহরের উওর মোড়াইল এলাকার আবু জাহের মিয়ার ছেলে আবু কালামকে (২৮) ১১ মাস, রাজ্জাক মিয়ার ছেলে আরিফকে (২৯) ১০ মাস, ইনু মিয়ার ছেলে সোহেল মিয়াকে (২২) ৬ মাস ও শহীদ মিয়ার ছেলে হাকিমকে (৩৫) ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। র‌্যাবের সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টিকিট কালোবাজারি করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৪টি টিকিট জব্দ করা হয়।

Share.