শনিবার, নভেম্বর ২৩

রেল সেতুতে দুর্বৃত্তের আগুন, দুর্ঘটনা থেকে রক্ষা পেল ২ ট্রেন

0

বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রেল সেতুতে আগুন জ্বালিয়ে ফেলে রেখে ট্রেন চলাচল বিঘ্নিত করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি স্লিপার পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ( ১৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার কাওরাইদ রেল স্টেশনের দক্ষিণে গোলাঘাট রেল ব্রীজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী। স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে পথচারী ওই সেতু পার হতে গিয়ে পুড়ে যাওয়া স্লিপারের আগুনের নিভুনিভু অংশ দেখতে পান। পরে স্থানীয় স্টেশন মাস্টারকে খবর দেন তারা। এসময় পানি ঢেলে স্লিপারে থাকা আগুনের লালচে অংশ নিভিয়ে দেন তারা। পরে রেলওেয়ের লোকজন এসে মেরামতের কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে দুর্বৃত্তরা টায়ার জাতীয় কিছুতে আগুন ধরিয়ে তা রেল সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে যায়। এতে ৮-১০ টি স্লিপার পুড়ে ক্ষয়ক্ষতি হয়। এরই মধ্যে সকাল সাড়ে ৬টায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন দুটি ওই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়েই অতিক্রম করেছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে কাওরাইদ স্টেশন মাস্টার আল আমীনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশে রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী জানান, ‘খবর পেয়ে সাথে সাথেই মেরামত কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে দেই। কয়েকটি স্লিপারের কিছু অংশ পুড়েছে। মেরামতের কাজ শেষ হলে ঝুঁকি থাকবে না। ‘

Share.