বুধবার, ডিসেম্বর ২৫

রোনালদোকে নতুন হেয়ারকাট দিলেন বান্ধবী জর্জিনা

0

স্পোর্টস ডেস্ক:  ফিটনেস সচেতন ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইলিশও। জরুরি প্রয়োজন ছাড়া লকডাউনের সময় বাইরে বের হওয়া মানা। তাই রোনালদোর যাওয়া হচ্ছে না হেয়ার পার্লারে। বান্ধবী জর্জিনাকে দিয়ে নতুন হেয়ারকাট দিয়ে নিলেন পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যায়, ট্রিমার দিয়ে রোনালদোকে চুল কেটে দিচ্ছেন জর্জিনা। রোনালদো সেটা বেশ উপভোগও করছেন। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে থাকুন এবং স্টাইলিশ থাকতেও ভুলবেন না।’ ক’দিন আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা চুল কেটে দিচ্ছেন এমন একটা ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সে পথে হাঁটলেন রোনালদো। করোনা ভাইরাসের জেরে সবধরনের খেলাধুলা বন্ধ থাকায় জন্মস্থান পর্তুগালের মেদেইরাতে রয়েছেন রোনালদো। করোনা তহবিলে ১.৫ মিলিয়ন পাউন্ড দান করেছেন তিনি। করোনা ভাইরাসের জেরে আয় কমে যাওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত জুভেন্টাসের কাছ থেকে চারমাস বেতন (প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড) নেবেন না পর্তুগিজ সুপারস্টার। তবুও চলমান মৌসুমে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। ৩৫ বছর বয়সী জুভেন্টাস ফরোয়ার্ডের চেয়ে বেশি আর কোনো ফুটবলার আয় করতে পারেনি (চলতি মৌসুমে)। ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে রোনালদোর চেয়ে বেশি আয় করেছেন কেবল যুক্তরাষ্ট্রের তারকা গলফার টাইগার উডস ও বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার।

Share.