সোমবার, ডিসেম্বর ২৩

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

0

স্পোর্টস ডেস্ক: শুরুতে দেমিরালের গোলে এগিয়ে গেল জুভেন্টাস।এরপর ক্রিস্তিয়ানো রোনালদো ব্যবধান দ্বিগুণ করলেন। দ্বিতীয়ার্ধে রোমা ঘুরে দাঁড়ালেও আটকাতে পারেনি জুভেন্টাসকে। ইতালির শীর্ষ লিগ সেরি আয় রোববার রাতে রোমার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস । ১৯ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস । মিরালেম পিয়ানিচের ফ্রি কিকে দেমিরাল পা ছুঁইয়ে জাল খুঁজে নেন। রোনালদোর স্পট কিকে দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল দলটি। এই নিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১৪টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল হলো ১৬টি। ৬৮ তম মিনিটে দিয়েগো পেরাত্তির পেনাল্টি গোলে ম্যাচে ফেরে রোমা। ডি-বক্সের মধ্যে সান্দ্রোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। রোনালদোর থ্রু বল ধরে ৭৯তম মিনিটে গনসালো হিগুয়াইন জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল পায়নি জুভেন্টাস । বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

Share.