স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে লাজিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এতে শিরোপার আরও কাছে পৌঁছে গেল তুরিনের দলটি। লাজিওর হয়ে একমাত্র গোলটি করেন সিরো ইমোবিলে।সোমবার রাতে আলাদা করে লড়াই চলছিল রোনালদো-ইমোবিলের। সিরি আ’য় সেরা গোলদাতা হতে মরিয়া দুজনই। প্রথমার্ধে কোনও পক্ষই গোল তুলতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দুটি গোল তুলে নেয় জুভিরা। ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পান রোনালদো। ৫৪ মিনিটে আবারও লিড পায় সাদাকালো শিবির। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালার বাড়ানো বল থেকে জোড়া গোল পূর্ণ করেন পর্তুগীজ মহাতারকা। এতে একমাত্র খেলোয়াড় হিসেবে ইতালিয়ান লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগায় এক মৌসুমে ৩০ গোল করার গৌরব অর্জন করলেন সিআ। এদিকে ৮৩ মিনিটে পেনাল্টি পেলে লাজিওর হয়ে ব্যবধান কমান ইতালিয়ান তারকা ইমোবিলে। যদিও শেষ পর্যন্ত কোনও গোল না তুলতে পারায় হেরেই বিদায় নিতে হয় লাজিওকে। চলতি মৌসুমে ৮ অ্যাসিস্টসহ ইমোবিলের গোল সংখ্যা ৩০। সমান গোল তুলে রোনালদো পাঁচটি গোল করিয়েছেন। ৩৪ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৮০। সমান ম্যাচ খেলে লাজিও তুলেছে ৭২ পয়েন্ট।

ciro immobile ronaldo, Sports News: Find Latest Sports News, Cricket News, Football News, Live Scores, IPL 2020 Latest News Updates TV Sports News. ten sports
রোনালদোর জোড়া গোলে শিরোপার পথে জুভেন্টাস
0
Share.