রোনালদো-মোরাতার গোলে জুভেন্টাসের জয়

0

স্পোর্টস ডেস্ক: বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরেই চমক দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে জালের দেখা পেলেন আলভারো মোরাতা ও ফেদেরিকো চিয়েসা। তিন তারকার দিনে চ্যাম্পিয়নস লিগে দিনামো কিয়েভকে উড়িয়ে দিল জুভেন্টাস। গতকাল বুধবার ঘরের মাঠে ‘জি’ গ্রুপের ম্যাচে দিনামোকে ৩-০ গোলে হারায় আন্দ্রেয়া পিরলোর দল। এর আগে প্রথম পর্বের দেখায় ইউক্রেনের দলটির মাঠে ২-০ গোলে জিতেছিল ইতালির ক্লাবটি। ম্যাচটি আরেকটি কারণে বিশেষ হয়ে আছে। জুভেন্টাস বনাম দিনামোর মধ্যকার ম্যাচে দারুণ কীর্তি গড়েছেন নারী রেফারি স্টেফানি ফ্রাপা। প্রথম নারী রেফারি হিসেবে চ্যাম্পিয়নস লিগে পুরুষদের ম্যাচ পরিচালনা করলেন তিনি। এর আগে গত বছর প্রথম নারী হিসেবে পুরুষদের বড় ম্যাচ তথা ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করেন ফ্রাপা। এবার করলেন চ্যাম্পিয়নস লিগে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই জালের দেখা পেয়ে যায় জুভেন্টাস। সতীর্থের বাড়ানো বল ধরে হেডে ঠিকানা খুঁজে নেন চিয়েসা। ৫৭ মিনিটে জালের দেখা পান রোনালদো। ডান দিক থেকে চিয়েসার বাড়ানো বলে শট নিতে পারেননি মোরাতা। ছুটে এসে অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সুযোগ মিস করা মোরাতা জালের দেখা পান ৬৬ মিনিটে। প্রতিপক্ষের ডি-বক্সে চিয়েসার থেকে বল পেয়ে দারুণভাবে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এই গ্রুপের দিনের আরেক ম্যাচে ফেরেন্সভারোসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে কাতালান ক্লাবটি। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। এরই মধ্য বার্সা-জুভেন্টাস দুদলেরই শেষ ষোলো নিশ্চিত হয়েছে।

Share.