স্পোর্টস ডেস্ক: বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরেই চমক দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে জালের দেখা পেলেন আলভারো মোরাতা ও ফেদেরিকো চিয়েসা। তিন তারকার দিনে চ্যাম্পিয়নস লিগে দিনামো কিয়েভকে উড়িয়ে দিল জুভেন্টাস। গতকাল বুধবার ঘরের মাঠে ‘জি’ গ্রুপের ম্যাচে দিনামোকে ৩-০ গোলে হারায় আন্দ্রেয়া পিরলোর দল। এর আগে প্রথম পর্বের দেখায় ইউক্রেনের দলটির মাঠে ২-০ গোলে জিতেছিল ইতালির ক্লাবটি। ম্যাচটি আরেকটি কারণে বিশেষ হয়ে আছে। জুভেন্টাস বনাম দিনামোর মধ্যকার ম্যাচে দারুণ কীর্তি গড়েছেন নারী রেফারি স্টেফানি ফ্রাপা। প্রথম নারী রেফারি হিসেবে চ্যাম্পিয়নস লিগে পুরুষদের ম্যাচ পরিচালনা করলেন তিনি। এর আগে গত বছর প্রথম নারী হিসেবে পুরুষদের বড় ম্যাচ তথা ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করেন ফ্রাপা। এবার করলেন চ্যাম্পিয়নস লিগে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই জালের দেখা পেয়ে যায় জুভেন্টাস। সতীর্থের বাড়ানো বল ধরে হেডে ঠিকানা খুঁজে নেন চিয়েসা।
রোনালদো-মোরাতার গোলে জুভেন্টাসের জয়
0
Share.