ডেস্ক রিপোর্ট: রোমানিয়ার করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কনস্ট্যান্টা শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার পরপরই রোগিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়েন অনেকে। খবর রয়টার্সের রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী আতিল্লা জানান, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ১০ জনসহ হাসপাতালটিতে ১১৩ জন রোগী ছিলেন। ঘটনার পরই সেখান থেকে তাদের সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি আশেপাশের কাউন্টি থেকেও দমকল কর্মীরা আগুন নেভাতে যোগ দেয়। প্রাথমিকভাবে উদ্ধারকর্মীরা নয় জনের প্রাণহানির কথা জানালেও দেশটির যোগাযোগ মন্ত্রী পরে তা অস্বীকার করেন। এ ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস এক বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমি আতঙ্কিত। এটি নতুন একটি ভয়ঙ্কর নাটক, রোমানিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে অবকাঠামোগত বড় ধরনের অভাব রয়েছে তা এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করল।’
রোমানিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত- ৭
0
Share.