সোমবার, ডিসেম্বর ২৩

রোমান্টিক গল্পে ইরফান-শেহ্তাজ জুটির ‘প্রতিচ্ছবি’

0

বিনোদন ডেস্কঃ  আগামী ৫ জুলাই শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক “প্রতিচ্ছবি”। মেজবাহ উদ্দিন সুমন ও অনিন্দিতা ঊষা’র রচনায় “প্রতিচ্ছবি” নাটক টি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। সম্পুর্ন ট্রেন্ডি ঘারানার রোমান্টিক গল্প “প্রতিচ্ছবি” এর নির্মাতা সানজিদ খান প্রিন্স মনে করেন- ইরফান সাজ্জাদ ও শেহ্তাজ জুটির অন্য কাজ গুলোর মধ্যে এই গল্পটি একটু ভিন্ন ধাচের, এই গল্পের পরতে পরতে রয়েছে বেশ কিছু স্মুথ লাভ মোমেন্ট যা প্রেমিক হৃদয়ের দর্শকদের মন কাড়বে, চোখ জুড়াবে।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন- প্রতিচ্ছবি নাটকের মধ্যে কোন গতানুগতিক ভালোবাসার উচ্চবাচ্য নেই, মানব মানবীর রিদয়ের গহীনে লুকায়িত ভালোবাসা’র ছাপ রয়েছে গল্পের পরতে পরতে। আশাকরি আমার প্রিয় দর্শক রা একটু ভিন্ন প্রেমের পরশ পাবেন প্রতিচ্ছবি নাটকে।

মডেল ও অভিনেত্রী- শেহ্তাজ মুনিরা হাসেম বলেন- “প্রতিচ্ছবি” ইজ এ ভেরি স্মুথ লাভ স্টোরি, এই প্রোডাকশন টিমের প্রত্যেকে অনেক ভালোবেশে, পরিশ্রম করে, কাজ টি করেছেন, আশাকরি আমার প্রিয় দর্শক রা প্রতিচ্ছবি নাটক টি দেখে বিনোদিত হবেন।

স্বপ্নঘুড়ি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিচ্ছবি’ নাটকে ইরফান সাজ্জাদ, শেহ্তাজ মুনিরা হাসেম ছাড়াও আরও অভিনয় করেছেন- মৌ শিখা, মৌমি শেখ, কবির টুটুল, হেলাল উদ্দিন পারভেজ, তানভীর তপু প্রমুখ।

Share.