রোম ওপেনের সেমিতে এলিনা রিবাকিনা, থেমে গেলেন ইগা সুইয়াটেক

0

স্পোর্টস রিপোর্ট: থেমে গেলেন ইগা সুইয়াটেক। ইনজুরির কারণে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের মাঝপথেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন পোলিশ তরুণী। এর ফলে রোমের এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এলিনা রিবাকিনা। সেমিফাইনালে কাজাখস্তানের এই তারকার প্রতিপক্ষ এখন জেলেনা ওস্টাপেঙ্কো। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো ৬-২, ৪-৬ এবং ৬-৩ ব্যবধানে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকা পাওলা বাদোসাকে। তবে টেনিসপ্রেমীদের বাড়তি নজর ছিল ইগা সুইয়াটেক বনাম এলিনা রিবাকিনার ম্যাচে। শেষ আটে দুই তারকার লড়াইটা জমছিলও বেশ। প্রথম সেট ইগা সুইয়াটেক জিতে নেন। দ্বিতীয় সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান এলিনা রিবাকিনা। দ্বিতীয় সেট জিতে সমতায় ফিরলেও এই সময়ে ইনজুরিতে পড়েন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। শীর্ষ বাছাই মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, মেডিক্যাল চিকিৎসার জন্য যখন লকার রুমে যাচ্ছিলেন তখন কান্না ধরে রাখতে পারছিলেন না। এরপর উরুর উপরের অংশে টেপ পেছিয়ে আবারও কোর্টে নামেন সুইয়াটেক। তৃতীয় সেটেও দুই গ্র্যান্ডস্লামজয়ীর লড়াই চলে হাড্ডাহাড্ডি। এক পর্যায়ে ম্যাচের ফলাফল যখন ৬-২, ৬-৭ (৩/৭) এবং ২-২। ঠিক তখনই রিটায়ার্ডে যেতে বাধ্য হন ইতালিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন। তাতেই কপাল খুলে এলিনা রিবাকিনার। ফাইনালে উঠার লড়াইয়ে এখন তার বড় বাধা জেলেনা ওস্টাপেঙ্কো। লাটভিয়ার এই তারকা দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন। সর্বশেষ ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। এখন পর্যন্ত সেটাই তার একমাত্র এবং শেষ গ্র্যান্ডস্লাম। রোম ওপেন আসলে ফ্রেঞ্চ ওপেনেরই প্রস্তুতিমঞ্চ। রোঁলা গ্যারোঁর কোর্টে নামার আগে আবারও কী বাজিমাত করবেন রোমের রানী হয়ে? নাকী এলিনা রিবাকিনার কাছে থেমে যাবে তার দুর্দান্ত জয়যাত্রা। ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। রোমের আরেক সেমিফাইনালে ভেরোনিকা কুদেরমেতোভার মুখোমুখি হবেন এনহেলিনা কালিনিনা। ইতালিয়ান ওপেনের মেয়েদের শীর্ষ তারকার বিদায়ের আগেই অবশ্য ছিটকে যান ছেলেদের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচও। এর ফলে ফরাসি ওপেনের আগের প্রস্তুতিটা সুখের হলো না সার্বিয়ান তারকার। বুধবার ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই যে বিদায় নিতে হল তাকে। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা হারিয়ে রীতিমতো চমকে দিলেন ডেনমার্কের কুড়ি বছরের তরুণ হোলগার রুন। যিনি গত বছরের নভেম্বরে প্যারিস মাস্টার্স ফাইনালেও হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। বুধবার আবারও সেই হোলগারের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। আর শেষ পর্যন্ত হোলগার রুন ম্যাচটা জিতে নেন ৬-২, ৪-৬ এবং ৬-২ ব্যবধানে। এরপর নোভাক জোকোভিচ জানালেন এক চমকপ্রদ তথ্যও। সার্বিয়ান তারকা বলেন, ‘কোনো কালেই আমি এবং রজার ফেদেরার বন্ধু ছিলাম না। তবে কখনও পরস্পরের শত্রুও ছিলাম না। টেনিস কোর্টে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক যার সঙ্গে সে কী ভাবে বন্ধু হবে?’ জোকোভিচ এটাও জানালেন যে, ‘আমি চিরকালই রজারের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। নিঃসন্দেহে ও সর্বকালের অন্যতম সেরা। টেনিসে ওর অবদান অসাধারণ। কিন্তু আমরা কখনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারিনি।’ টেনিস কোর্টে এই দুজন পরস্পরের বিরুদ্ধে খেলেছেন পঞ্চাশবার। যার মধ্যে ২৭বার জিতেছেন নোভাক জোকোভিচ। রজার ফেদেরার অবসর ঘোষণার পর বিদায়ী টুর্নামেন্ট লেভার কাপে খেলেছিলেন জোকোভিচ। সেখানে বেশ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এমনকি ফেদেরার শেষ ম্যাচ খেলার পরে নোভাক জোকোভিচকে চোখের জলও ফেলতে দেখা যায়। জোকোভিচের বর্তমান গ্র্যান্ডস্লাম সংখ্যা ২২টি।

Share.