বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

রোহিঙ্গাদের সহায়তায় ২৭ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

0

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট মোকাবিলায় নতুন সহায়তার ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, রোহিঙ্গাদের জন্য আরও ২৭.৬ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে দেশটি।ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন বুধবার (১৯ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।হাইকমিশন আরও জানায়, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট মোকাবিলায় ২০২১ সালের যৌথ সাড়াদান পরিকল্পনার ঘোষণা অনুষ্ঠানে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য জরুরি সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্য আরও ২৭.৬ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোকাবিলায় অন্যতম প্রধান দাতাদেশ হিসেবে যুক্তরাজ্য ২০১৭ সাল থেকে ৩২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে।ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) ডিরেক্টর জেনারেল আন্তোনিও ভিতোরিনো উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেনেভায় জাতিসংঘ মিশনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সাইমন মেনলে দেশটির পক্ষে অংশ নিয়ে এই সহায়তার ঘোষণা দেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য মঙ্গলবার চতুর্থ যৌথ সাড়াদান পরিকল্পনার উদ্বোধন করা হয়।

Share.