রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৪

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতরা হলেন- ওমর ফারুক (৭), মো. সেফায়দ (৫), মো. জসিম (৬) ও করিম উল্লাহ (৫৫)। রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পথচারী, তিন শিশুসহ ছড়াগুলিতে চারজন রোহিঙ্গা আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ক্যাম্প সূত্র জানায়, দুপুর ১টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের আরসা সন্ত্রাসীদের একটি গ্রুপ বি-৬২ ব্লকে অবস্থানে করা আরএসও গ্রুপের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপ হঠাৎ গোলাগুলিতে জড়ায়। একপক্ষ আরেক পক্ষকে ফায়ার করে। এ সময় ক্যাম্পের ভেতর দোকানে বসা এক ব্যক্তি ও অপর দুই শিশুর গায়ে কার্তুজ বিদ্ধ হয়ে। তাদের ক্যাম্পে এসজিও হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

Share.