ঢাকা অফিস: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা আরও জোরালো দেখতে চায় বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে চীনের নতুন নতুন বিনিয়োগ আশা করে। রোববার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, বিশেষ করে গ্রিন এনার্জি প্রযুক্তি সামরিক খাতে বাংলাদেশ চীনের সহযোগিতা আশা করে। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চট্টগ্রামের কর্ণফুলী নদীর টানেলকে অর্থনৈতিকভাবে কার্যকরী করতে চট্টগ্রামের আনোয়ারায় চীনের বিনিয়োগ প্রয়োজন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সম্পর্কের স্বচ্ছতা, অর্থনৈতিক বিষয়টি প্রাধান্য এবং ভূ-রাজনৈতিক বিষয়টিও মাথায় রাখার পরামর্শ তার।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা আরও জোরালো দেখতে চায় বাংলাদেশ: তৌহিদ হোসেন
0
Share.