ঢাকা অফিস: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইলিয়াছ প্রকাশ (৪০)। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার দিকে ক্যাম্প এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত ইলিয়াস ডাকাত দলের সদস্য। তিনি টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান,ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাবব জানান, টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার দিকে র্যাবের একটি দল সাড়াশি অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে র্যাবের গুলিবিনিময় হয়। এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। তাকে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত
0
Share.