ঢাকা অফিস: লকডাউনের মধ্যেও গাজীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রামের ইসমাইল হোসেনের ছেলে অটোরিকশার চালক নবাব আলী (৪০), গাইবান্ধা সদর উপজেলার নাছিরাবাদ এলাকার নুর ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৪) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কালনি এলাকার দুলাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫)।এদের মধ্যে জয়নাল আবেদীন গাজীপুরের মৌচাক হাইড্রোক্সাইড কারখানার লিংকিং অপারেটর এবং রবিউল কোনাবাড়ী থানা এলাকার তুসুকা গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তাঁরা কালিয়াকৈর থানা এলাকায় বসবাস করতেন।আজ শনিবার কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে টাঙ্গাইলগামী দুটি ট্রাক প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সামনে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক নবাব আলী ও আরোহী জয়নাল আবেদীন নিহত হন। এলাকাবাসী আহতদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রবিউল মারা যান।পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং চালকসহ একটি ট্রাক আটক করেছে বলে জানায় পুলিশ। আটক ট্রাকচালক শফিকুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাসিন্দা।আহতদের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কুকরাইল এলাকার অটোরিকশাচালক বাবু মিয়া (২৪), মৌলভীবাজার সদরের ফতেহপুরের সৈয়দ রোমান আহমেদ (৩৫) ও হযরত আলীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা জানান, অটোচালক নবাব আলী ও বাবু মিয়া কোনাবাড়ি এলাকা হতে যাত্রী নিয়ে কালিয়াকৈরের সফিপুর বাজারের দিকে একসঙ্গে যাচ্ছিলেন। পথে মৌচাক এলাকায় বাবু মিয়ার অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
লকডাউনেও বেপরোয়া ট্রাকের চাপায় অটোর তিন যাত্রী নিহত
0
Share.