বুধবার, জানুয়ারী ২২

লকডাউনে দিল্লিতে যা খোলা ও বন্ধ থাকবে

0

ডেস্ক রিপোর্ট:  ভারতের রাজধানী দিল্লিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টা থেকে শুরু হয়ে এ লকডাউন চলবে আগামী ছয় দিন। সোমবার দুপুরে গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানান, দিল্লির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আর সে কারণেই লকডাউন দিতে বাধ্য হচ্ছে তার প্রশাসন।এ সময় শুধু সরকারি অফিস এবং জরুরি পরিষেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান লকডাউনের আওতায় পড়বে বলে জানান তিনি।

বন্ধ থাকবে:
• সব বেসরকারি অফিস বন্ধ থাকবে। কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এই ক’দিন।
• অডিটোরিয়াম, রেস্তোরাঁ, শপিং মল, জিম ও স্পা বন্ধ থাকবে।
• সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।
• সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
খোলা থাকবে:
• সরকারি অফিস খোলা থাকবে।
• মুদিখানা ও খাবারের দোকান খোলা থাকবে।
• স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। ওষুধের দোকান খোলা থাকবে।
• ব্যাংক, এটিএম ও বিমা পরিষেবা চালু থাকবে।
• খাবার হোম ডেলিভারির ব্যবস্থা চালু থাকবে।
• ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। তবে তার জন্য আলাদাভাবে পাস নিতে হবে।
• এক তৃতীয়াংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু থাকবে।

Share.