বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

লকডাউনে রণবীর-দীপিকার জমজমাট সংসার

0

বিনোদন ডেস্ক: ভারতজুড়ে চলছে লকডাউন। করোনার সংক্রমণ ঠেকাতে ঘরে বন্দী হয়েই তাই কাটছে তারকাদের জীবন। তাদের মধ্যে আছেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। লকডাউনের মধ্যেও নাকি বেশ জমিয়ে সংসারে মন দিয়েছেন তারা! সারা বছর সেভাবে দুজন দুজনকে সময় দিতে পারেন না। তবে, এবার তা দিতে পারছেন। করোনার কারণে দুজন কাছে পেয়েছেন দুজনকে। রণবীর নিজে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের সাংসারিক জীবনের একটু আভাস দিয়ে দিয়েছেন। সেখানে মিকি আর মিনি মাউসের মুখের উপর নিজের আর স্ত্রী দীপিকার ছবি লাগিয়ে একটি পোস্ট করেছেন তিনি। যে ছবির নিচে রণবীর লেখেন, ‘মনের রাস্তা পেট থেকে এগিয়ে যায়..’। অর্থাৎ রণবীরের পরিবার আপাতত ব্যাপক খাওয়া দাওয়া চলছে। ইতিমধ্যেই দীপবীর ফ্যানরা জানেন যে দীপিকা খুব ভালো থাই ফুড রান্না করতে পারেন। আর রণবীর স্ত্রীর হাতের রান্না পেট ভরে উপভোগ করছেন।

Share.