ডেস্ক রিপোর্ট: করোনার তৃতীয় ঢেউ এমনিতেই দুশ্চিন্তায় জার্মানির প্রশাসন। কয়েকমাস ধরে লাগাতার লকডাউনে স্থবির হয়ে আছে জার্মানি। সেই লকডাউন এবার আরও জোরদার করার সিদ্ধান্ত নিতে হচ্ছে দেশটিকে।জানা গেছে, সোমবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করে লকডাউনের মেয়াদ ১৮ই এপ্রিল পর্যন্ত বাড়াতে চলেছেন। করোনা সংক্রমণের হার কমাতে আরও কড়া পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানা গেছে। রাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।গত রোববার জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার ১০০ পেরিয়ে গেছে। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটগুলোতে (আইসিইউ) করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে।মে মাসের শুরুতে প্রায় পাঁচ হাজার মানুষের এমন জরুরি চিকিৎসার প্রয়োজন পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।আসন্ন ইস্টারের ছুটিতে পরিস্থিতির আরও অবনতি এড়াতে তাই কড়া পদক্ষেপের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। জার্মানিতে করোনা ভাইরাস সংক্রমণের চলমান ‘তৃতীয় ঢেউ’ আরও মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
লকডাউন আরও জোরদার করছে জার্মানি
0
Share.