লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স

0

ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দ্বিতীয় দফায় আরোপ করা লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। এতদিন কেবল জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার অনুমতি থাকলেও এবার অন্যান্য দোকান খুলতে বাঁধা নেই দেশটিতে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে কড়াকড়ি শিথিল করার ঘোষণা দেন। তবে পানশালা ও রেস্তোরাঁ বন্ধ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত।ভাষণে ম্যাক্রোঁ জানান, নতুন সংক্রমণ ৫ হাজার বা তার কম থাকলে জনসাধারণের চলাচলে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তিনি জানান, আসছে বড়দিনের উৎসবে মানুষ তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারবে। তিনি আরো বলেন, ‘যেভাবেই হোক, করোনার তৃতীয় ঢেউ আমাদের থামাতে হবে। তৃতীয় দফায় যাতে লকডাউন না দিতে হয়, সবাইকে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে।’ মহামারি শুরুর পর থেকে দেশটিতে করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২২ লাখ মানুষের। আর মৃত্যু হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষের। এদিকে, করোনাভাইরাসের সফল টিকার খবরে আশার আলো দেখছে ফ্রান্স । ডিসেম্বরের শেষ নাগাদ টিকাদান কর্মসূচি চালানোর ব্যাপক পরিকল্পনা করছে দেশটি। সবার আগে বয়স্ক ও ঝুঁকিতে থাকা মানুষ টিকা পাবেন।

Share.