বাংলাদেশ থেকে লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতরে ঘুমন্ত সুপারভাইজারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম রিয়াদ হোসেন লিটন। এ ঘটনায় গাড়িচালককে পুলিশ আটক করলেও এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। শনিবার ভোরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের দুদু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান ঢাকা থেকে ইকোনো পরিবহনের ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৫-০১০৩) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন বলে জানায় পুলিশ। এসময় চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপার ভাইজারকে রেখে বাসায় ফিরেন। এর পর সুপারভাইজার ও নতুন হেলপার গাড়িতে ঘুমিয়ে পড়েন। পরে ভোর ৪টার দিকে চালক এসে গাড়ির ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এসময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দিলে পুলিশকে ঘটনা অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছেন। তার পরিচয় জানাতে পারেনি কেউ। এ ঘটনায় পুলিশ গাড়ির চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, ইকোনো গাড়ির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে বাসের ভেতর সুপারভাইজারকে পিটিয়ে হত্যা
0
Share.