ডেস্ক রিপোর্ট: মাস দুয়েক আগে সরকারি লটারিতে প্রথম পুরস্কার জেতেন ৩২ বছর বয়সী যুবক। ভেবেছিলেন, হয়তো কপাল খুলে গেছে। কিন্তু লটারি জেতার খবর ছড়িয়ে পড়তেই চারপাশের সব হঠাৎ এমনভাবে বদলে গেছে, যা ছিল তার চিন্তারও বাইরে। ‘দোকানে গিয়েছি ছেলের জন্য একটা ব্যাগ কিনতে। দোকানদার বলে, খুচরা টাকা ফেরত দেবে না। কারণ, আমি তো এখন অনেক ধনী, আমার খুচরা পয়সার দরকার নেই!’ বলছিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা অনুপ। তার অভিযোগ, দোকান, বাজার সবখানেই এখন তাকে এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে। এখন তিনি বাড়ির বাইরে বেরোতে পারছেন না। বের হলেই মানুষ চিনে ফেলছে। যার সাথেই দেখা হয়, প্রায় প্রত্যেকেই তার কাছে টাকা চায়। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন অনেকেই তার ওপর ক্ষিপ্ত। অনুপ আক্ষেপ করে বলেন, একসময় যারা ঘনিষ্ঠ ছিল, তাদের অনেকেই আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। কেরালা রাজ্য সরকারের লটারিতে ২৫ কোটি রুপির প্রথম পুরস্কার জেতার পর গত সেপ্টেম্বর মাসে অটোচালক অনুপকে নিয়ে হইচই পড়ে যায় সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কেরালায় লটারিতে এত টাকা জেতার ইতিহাস নেই। কিন্তু লটারি জেতার খবর সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই অনুপের একটি ভিডিও ভাইরাল হয়। তবে এই ভিডিও’র মেজাজ ছিল একদম আলাদা। সেখানে আনন্দ-উচ্ছ্বাস ছিল না। ছিল বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের প্রতি তার কাতর অনুরোধ- তাকে যেন আর হয়রানি করা না হয়। কপাল খোলার মাত্র কয়েকদিনের মাথায় অনুপ বলছেন, এই জ্যাকপট, এই বিশাল অর্থ না জেতাই বুঝি ভালো ছিল। গত সপ্তাহে বিবিসি যখন অনুপের সঙ্গে যোগাযোগ করে, তিনি প্রথমে কথা বলতে রাজি হননি। পরে প্রতিবেদনের সঙ্গে ছবি না প্রকাশের শর্তে রাজি হন। কারণ তার দাবি, প্রতিবার সংবাদমাধ্যমে তাকে নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই আবার নতুন করে বিড়ম্বনার ঢেউ ওঠে। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এই ভারতীয় যুবক বলেন, আপনি এর মধ্যে দিয়ে না গেলে বুঝবেন না এই বিড়ম্বনা কতটা চাপের। এ যেন কোনো সিনেমার দৃশ্য। হঠাৎ চেনা-পরিচিত সবাই আপনার বাসায় ভেঙে পড়েছে। কে এই অনুপ? কেরালার তিরুভানান্তাপুরমের বাসিন্দা অনুপ বি (পুরো না দেওয়া হয়নি) একসময় রাঁধুনীর কাজ করতেন। সেই পেশা ছেড়ে পরে অটো চালানো শুরু করেন। গত ১০ বছর ধরে ভাগ্য ফেরাতে তিনি নিয়মিত লটারির টিকিট কিনে যাচ্ছিলেন। আগে ছোটখাট অর্থও জিতেছেন। কিন্তু এবারে একেবারে প্রথম পুরস্কার– ২৫ কোটি রুপি! কিন্তু ভাগ্য ফেরার আনন্দ উপভোগ করার বদলে এখন প্রতিদিন মানুষের হয়রানি সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনুপকে। লটারি জেতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রতি সপ্তাহে তার বাসায় শত শত মানুষ আসছে সাহায্য চাইতে। তিনি বলেন, ঘুম থেকে উঠেই দেখি বাসার বাইরে মানুষের ভিড়। ভোর ৫টা থেকে শুরু হয়ে যায় লোকজন আসা, বসে থাকে গভীর রাত পর্যন্ত। অনুপের স্ত্রী মায়া স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেছেন, মানুষকে সাহায্য করার বিষয়ে তারা স্বামী-স্ত্রী আলোচনা করেছেন। কিন্তু সেটি লটারির অর্থ হাতে পাওয়ার পর। মায়া বলেন, লোকজন সব ব্যাপারেই আমাদের কাছে অর্থসাহায্য চাইতে আসছে। কেউ চায় বাড়ি কেনার বন্ধকী ঋণ, কেউ চায় আমরা যেন অন্য ঋণ পরিশোধের জন্য টাকা দেই। কেউ আবার তাদের কন্যার বিয়ের খরচ চাইতে আসছে। নানা ব্যাংক ও বীমা কোম্পানির দালালরাও অনবরত ফোন করছে। এমনকি চেন্নাই থেকে একটা দল এসে সিনেমা বানানোর জন্য টাকা দিতে বলেছে বলে জানান অনুপ। কেউ কেউ হয়তো আত্মীয়তা বা বন্ধুত্বের সুবাদে সাহায্যের জন্য অনুরোধ করছেন। কিন্তু এমন মানুষও আসছেন, যাদের তারা চেনেনও না। তবু ওই লোকগুলোর বিশ্বাস, এই অর্থে নাকি তাদেরও ন্যায্য দাবি রয়েছে। অনুপ বলেন, এক ব্যক্তি আমার বাড়ির বাইরে সারা দিন বসেছিল। তার দাবি, আমি যেন তাকে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরবাইক কিনে দেই। তিনি বলেন, প্রত্যেকেই মনে করছে, আমি এই টাকা মাগনা পেয়ে গেছি। আমাকে তো এর জন্য কোনো পরিশ্রম করতে হয়নি। তাই তাদের প্রশ্ন, আমি কেন তাদেরও এর ভাগ দেবো না? অনলাইন গুজব রয়েছ অনলাইনে ছড়ানো গুজবের যন্ত্রণাও। অনুপ বলেন, লটারি জেতার পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলা হয়েছে, লটারি জেতার বিষয়ে আমি মিথ্যা বলেছি। আমার আগে থেকেই অঢেল টাকা ছিল এবং এই লটারি জেতাটা জালিয়াতি মাত্র। ভুক্তভোগী এ যুবক জানান, এখন তিনি মানুষের সামনে যেতেই ভয় পাচ্ছেন। তিনি বলেন, আমি যেখানেই যাই, মানুষ আমাকে চিনে ফেলে। কারণ এতগুলো নিউজ চ্যানেলে, ওয়েবসাইটে আর সংবাদপত্রে তারা আমার চেহারা দেখেছে। স্ত্রীর নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অনুপ। তার স্ত্রী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। তাদের ছোট একটি ছেলেও রয়েছে।
লটারিতে ২৫ কোটি রুপি জিতে বিড়ম্বনায় অটোচালক
0
Share.