ঢাকা অফিস: ঢাকার মিরপুরে ভর্তি প্রক্রিয়ার পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করতে হবে এবং পুনরায় ভর্তি পরীক্ষা চালু করতে হবে। শিক্ষার্থীদের ভাষ্য, লটারি পদ্ধতির কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই পদ্ধতি আমাদের শিক্ষার মান উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যানজটের সৃষ্টি সড়ক অবরোধের কারণে মিরপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। ঢাকা এবং সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য অভিন্ন নিয়ম মেনে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। তবে শিক্ষার্থীরা মনে করেন, এই পদ্ধতি তাদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ দেয় না।
লটারি পদ্ধতির বাতিলের দাবিতে সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা
0
Share.