ঢাকা অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ২০১ নম্বর) ধরেন তিনি, স্ত্রীসহ। গতকাল শুক্রবার, বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস আলী গণমাধ্যমকে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন। লন্ডনে গিয়ে তিনি বিএনপির বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নেবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল লন্ডনে যাবেন দলের কার্যক্রম আরও গতিশীল করার উদ্দেশ্যে। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা, রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য ৩১ দফা রূপরেখা প্রচারণা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে অংশগ্রহণ করবেন।
লন্ডনের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন ফখরুল
0
Share.