বুধবার, জানুয়ারী ২২

লন্ডনের প্রথম নারী পুলিশ প্রধানের পদত্যাগ

0

ডেস্ক রিপোর্ট: পুলিশ সদস্যদেরকে মানসিক, যৌন হয়রানি ও অপমানজনক ব্যবহারের অভিযোগে কারণে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছন যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ প্রধান ডেম ক্রেসিডা ডিক। দেশটির ১৮৮ বছরের ইতিহাসে ডেম ক্রেসিডা ডিক শহরটির প্রথম নারী পুলিশ প্রধান। স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যগ করেন বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা। গত সপ্তাহে ডিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ ফোর্স মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের মধ্যে অপমানজনক দুর্ব্যবহার, বৈষম্য এবং যৌন হয়রানির প্রমাণ পায় পুলিশের তদন্ত দল। তদন্ত দলের এ প্রতিবেদন পাওয়ার পরে খুবই রাগান্বিত হন তিনি। তার পদত্যাগের কোনো ইচ্ছেই ছিল না বলে জানান। তবে, পরবর্তী কমিশনার নিয়োগের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালনের কথা জানান তিনি। তিনি প্রতিবেদনের জবাব দিলেও তার মন্তব্যে সন্তুষ্ট হতে পারেননি সাদিক খান। তারপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এক বিবৃতিতে সাদিক খান পুলিশ কমিশনার ডেম ক্রেসিডা ডিককে দীর্ঘ ৪০ বছর পুলিশে সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। সাদিক আরো জানান, বর্তমানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরবর্তী পুলিশ কমিশনার নিয়োগের বিষয়ে কাজ করছেন। যেন পুলিশ বাহিনীতে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বরিস জনসন ডেকের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ কয়েক দশক যাবত ডেক তার দেশকে সঠিকভাবে সেবা দিয়েছেন।’ ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসবিরোধী অভিযানে অভিজ্ঞ নারী পুলিশ কর্মকর্তা ক্রেসিডা ডিককে লন্ডন পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করে। লন্ডনের বাইরেও জাতীয় সন্ত্রাস-বিরোধী নীতিপ্রণয়নেও তিনি যুক্ত ছিলেন।

 

Share.