লন্ডনের হাসপাতালে রাধিকা আপ্তে!

0

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রাধিকা আপ্তে করোনা আতঙ্কের মাঝেই লন্ডনে আসেন। এবার লন্ডনের হাসপাতাল থেকে একটি ছবি দিলেনে এ অভিনেত্রী। আর তাতেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে রাধিকা জানিয়েছেন, স্বামী বেনেডিক্ট টেইলারের সঙ্গে লন্ডনের হাসপাতালে কোয়ারেন্টাইন এ রয়েছেন তিনি। তবে করোনা ভাইরাসের কারণে তিনি এবং তার স্বামী এ মুহূর্তে হাসপাতালে নন। জানান, হাসপাতাল ভিজিট। রাধিকার এই পোস্ট দেখে গল্লি বয় ছবির অভিনেতা বিজয় বমা লেখেন, ‘ও মাই গড! সাবধানে থাকো তুমি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ দিন কয়েক আগে রীতিমতন ঝুঁকি নিয়েই বিমানে লন্ডনে আসেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সেই ছবি নিজে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। প্রায় সারা বছরই  লন্ডন ও ভারতে যাতায়াত করেন সেক্রেড গেমস এর এই অভিনেত্রী। রাধিকা সেই পোস্টে লিখেছিলেন, আমার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী যারা চিন্তা করছিলেন তাদেরকে বলছি আমি সুস্থভাবে লন্ডনে পৌঁছেছি। হিথ্রো বিমানবন্দর বেশ ফাঁকা ছিল এবং আমি গল্প করতে করতে এসেছি। ফাঁকা ছিল বলেই খুব একটা অসুবিধা হয়নি। সবার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। তবে শুধুমাত্র কাজের প্রতিশ্রুতি বজায় রাখতে নয়। রাধিকা লন্ডন আসেন স্বামী লন্ডনের শিল্পী বেনেডিক্ট টেলার এর সঙ্গে দেখা করতে।

Share.