লন্ডনে দর্শকের হৃদয়ে “মহুয়ার পালা”

0

বিশেষ প্রতিনিধি: গত ২৩ ও ২৪ শে নভেম্বর সন্ধ্যায় লন্ডনের রিচমিক্স থিয়েটার হলে রাধারমণ সোসাইটি’র পরিবেশনায় পরিচালক টিএম আহমেদ কায়সারের পালা বর্ণনায় বিখ্যাত ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত “মহুয়ার পালা” মঞ্চস্থ হয়। এতে অভিনয় প্রধান চরিত্রে অভিনয় করেন সোনিয়া সুলতানা ও সোহেল আহেমদ জুটি। অন্যান্য চরিত্রে ইমতিয়াজ আহমেদ, কাজী নজরুল ইসলাম, রাহেল চৌধুরী, অনু দেব, মৌলি ধর, নন্দিনী ও প্রেরণা প্রমুখ। সংগীতে ছিলেন জেসী বড়ুয়া ও প্রীতম। “মহুয়ার পালা” দেখতে আসা সকল দর্শকের পরিপূর্ণতা এনে দেয়ার লক্ষ্যই যেন ছিল সোহেল আহেমদ, সোনিয়া সুলতানা এবং জেসী বড়ুয়া ও প্রীতমের। ঠিক তাই করলেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের অপলক দৃষ্টি কেড়ে নিলেন মঞ্চের দিখে শুধু তারাই নয়, রাহেল চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, কাজী নজরুল ইসলাম, অনু দেব, মৌলি ধর, নন্দিনী ও প্রেরণা সকলেরই অভিনয়ে মুগ্ধ হয়েছেন নাট্যানুরাগী দর্শকেরা। ইতিমধ্যেই অনেকেই “মহুয়ার পালা” নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তারা তাদের মনের কথা ঠিক এমনি একজন সারুয়ার-ই আলাম, তিনি তার ফেসবুকে লিখেছেন, “বিখ্যাত ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত মহুয়ার পালা দেখতে দেখতে মনে হচ্ছিল- একটি বিশ্বমানের পরিবেশনা উপভোগ করছি যেন।আহা সুরের কী ঝংকার, অভিনয়ে কী পারদর্শিতা! শুরু থেকে শেষ পর্যন্ত দেড় ঘন্টারও বেশী সময় ধরে প্রতিটি মুহূর্ত হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল! পালা বর্ণনায় পরিচালক টিএম আহমেদ কায়সার, অভিনয়ে সোনিয়া সুলতানা ও সোহেল আহেমদ জুটি আর সংগীতে জেসী বড়ুয়া ও প্রীতম একেবারে মাতিয়ে দিলেন লন্ডনের রিচমিক্স থিয়েটার। অন্যান্য চরিত্রে ইমতিয়াজ আহমেদ, কাজী নজরুল ইসলাম, রাহেল চৌধুরী, অনু দেব, মৌলি ধর, নন্দিনী ও প্রেরণার অভিনয়ও দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। একটি সফল মন্চায়নের কৃতিত্ব নি:সন্দেহে সম্মিলিতভাবে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের। সবার জন্য শুভেচ্ছা, ভালবাসা ও উষ্ণঅভিনন্দন”।

Share.